২০২১ আইপিলের নিলামে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার হার্দুস ভিলিয়নের ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৫০ লাখ রুপি। কিন্তু তাকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনও দল। নিলামে অবিক্রিত থেকে যান গত দুই আসরে পাঞ্জাবের হয়ে খেলা এই বোলার। তবে নিলামে দল না পেলেও কিংস চেন্নাই সুপার কিংসে দেখা মিলেছে এই বোলারের।
আইপিএলে্র অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত যতবার আইপিএল খেলেছে দলটি তন্মধ্যে সবকটি আসরেই অন্তত শেষ চার পর্যন্ত খেলেছে তাঁর শুধু মাত্র ২০২০ আইপিএল ছাড়া। আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৩ তম আসরটা একেবারেই ভালো যায়নি ধোনিদের। বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই।
হারানো শিরোপা পুনরুদ্ধারে ব্যপক প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই। আইপিএল শুরু হতে এখনও প্রায় ৩ সপ্তাহ বাকি থাকলেও আগে ভাগেই অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাই। আর চেন্নাইয়ের অনুশীলনেই রায়ডু-রায়নাদের সাথে দেখা মিলেছে হার্দুস ভিলিয়নের। যিনি অবিক্রিত ছিলেন আসন্ন আইপিএলের নিলামে।

ধারণা করা যাচ্ছে শুধুমাত্র নেট বোলার হিসেবেই দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছে এই বোলারকে। তবে চেন্নাই কতৃপক্ষ অবশ্য এ নিয়ে কিছু খোলাসা করেনি। শুধু চেন্নাই নয় নেট বোলার হিসেবে বেদেশি বোলার এনেছে রাজস্থান রয়েলসও।
২০২০ আইপিএলে পাঞ্জাবের দলে থাকলেও মাঠে নামা হয়নি হার্দুসের। ২০১৯ আইপিএলে মোট ৬ টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ৬ ম্যাচে ৭ টি উইকেট নিয়েছিলেন এই বোলার।
আগামি মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।
South Africa fast bowler Hardus Viljoen is one of the net bowlers of Chennai Super Kings in IPL 2021. pic.twitter.com/650VxBpjDG
— Johns. (@CricCrazyJohns) March 21, 2021