বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর শুরুতে ফরাসি ক্লাবটিতে খুব স্বস্তিতে ছিলেন না নেইমার। ফরাসি লিগে কড়া ট্যাকলে বারবার ইঞ্জুরিতে পড়ে ক্যারিয়ার হুমকির মুখে ব্রাজিলিয়ান ফুটবলারের। তাই বেশ কয়েকবার পিএসজি ছাড়ার সুযোগ খুঁজেও রিলিজ ক্লজ জটিলতায় পরে তা পারেননি। যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপীয়ান ফুটবলে পিএসজির সফলতায় প্যারিসে ফের মন বসেছে নেইমারের। খুব শীঘ্রই নাকি দু পক্ষের মধ্যে নতুন চুক্তি হতে যাচ্ছে।
অন্যদিকে পিএসজির অন্য তারকা কিলিয়ান এমবাপ্পের নতুন চুক্তি নিয়েও জল্পনার শেষ নেই।এবার ফরাসি তারকার দুর্দান্ত হ্যাট্রিকেই ইউরোপ সেরার আসরে বার্সেলোনাকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে পিএসজি। এমবাপ্পের এমন নজরকাড়া পারফরম্যান্সে ইউরোপের জায়ান্ট সব ক্লাব তাকে দলে ভেড়াতে চেষ্টা করছে। পিএসজি থেকে বারবার নতুন চুক্তির অফার করা হলেও এখনও সায় দেননি ফরাসি তারকা।
ইতোমধ্যে, খবর বেরিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও নাকি ২১ বছর বয়সী এই তারকা ফুটবলারকে দলে টানতে ফান্ড তৈরি করে রাখছে। সামনের ট্রান্সফারেই রিয়াল মাদ্রির এমবাপ্পের জন্য বিড করবে। তাই নতুন চুক্তি না হওয়া পর্যন্ত এমবাপ্পেকে নিয়েও জল্পনা কাটছে না।
যদিও এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। কাতারের ধনকুবের মতে পিএসজিতেই থাকছেন তারকা এই দু ফুটবলার। বুধবার ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে খেলা শেষে সাংবাদিকদের নাসের আল খেলাইপি বলেন, “এটা সত্যিই, নেইমার ও এমবাপ্পের জন্য আমরা ভালো ভালো অফার পাচ্ছি। তবে তারা ক্লাব ছাড়বে না। নেইমার ও এমবাপ্পে সারাজীবন পিএসজিতেই থাকবে।”
তিনি আরও বলেন, “পিএসজি তাদের চাহিদা পূরণ করবে। আমরা সবাই একটি লক্ষ্য স্থির করেছি এবং আমাদের এক সাথেই লড়াই করতে হবে। আমরা সব ম্যাচই জিততে চাই।”