।। অজানা পরিসংখ্যান ।।
আরও একবার ইংলিশ স্পিনারদের বলে পরাস্ত হয়েছেন বিরাট কোহলি। পুনেতে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ১০ বল মোকাবেলায় মাত্র ৭ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।
চেন্নাই টেস্টের পর আবারও মঈন আলীর অফস্পিনে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হলেন কোহলি। আন্তর্জাতিক ক্যারিয়ার এই প্রথম কোনও স্পিনারে বিরুদ্ধে দুইবার বোল্ড হয়েছেন ভারতীয় অধিনায়ক।
এর আগে শুধু অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইল এবং ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের বলে দুইবার করে বোল্ড আউট হয়েছিলেন কোহলি।
আদিল রশিদের পর মঈন আলীও আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে ৯ বার আউট করলেন। তবে এই দুই ইংলিশ স্পিনারের চেয়ে বেশি শুধুমাত্র টিম সাউদির শিকার হিয়েছেন ভারতীয় কাপ্তান। কিউই পেসারের বলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ বার আউট হয়েছেন তিনি।
তবে কাকতালীয় ভাবে বিরাট কোহলিকে সর্বাধিকবার আউট করার বোলারের তালিকার প্রথম ছয়জনের পাঁচজনই ইংল্যান্ডের।
আন্তজার্তিক ক্রিকেটে বিরাট কোহলিকে সর্বাধিক বার আউট করা বোলার:
- ১০ : টিম সাউদি
- ৯ : মঈন আলী *
- ৯ : আদিল রশিদ
- ৮ : বেন স্টোকস
- ৮ : জেমস অ্যান্ডারসন
- ৮ : গ্রায়েম সোয়ান