ক্রিকেট; যেখানে প্রতিদিন যুক্ত হচ্ছে শত শত পরিসংখ্যান। ব্যাটে-বলের এই লড়াইয়ে একজন আরেক জনকে ছাপিয়ে জায়গা করে নিচ্ছেন রেকর্ড বইয়ের পাতায় পাতায়। ভাঙা – গড়ার এই প্রতিযোগিতা থেকে অবাক করা কিছু রেকর্ড নিয়েই আমাদের আজকের আয়োজন।
শচীন টেন্ডুলকারের ফাইফারঃ
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের চেয়েও ভারতের শচীন টেন্ডুলকারের বেশি ফাইফার (ইনিংসে ৫ উইকেট) রয়েছে। তবে ওয়ানডেতে উইকেটের সংখ্যায় আবার শচীনের চেয়ে এগিয়ে আছেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া।
লাল বলে টিম সাউদির ছক্কাঃ
এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রস টেইলর, জাভেদ মিয়াঁদাদের মত স্বীকৃত তারকা ব্যাটসম্যানদের থেকেও টেস্ট ক্রিকেটে বেশি ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
বোলার শচীন টেন্ডুলকারের কীর্তিঃ
বিশ্বের একমাত্র বোলার হিসেবে টিনএজ এবং চল্লিশোর্ধ্বো উভয় বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
৯ হাজার থেকে ১০ হাজারে দ্রুততম বিরাট কোহলিঃ
ওয়ানডেতে নয় হাজার থেকে দশ হাজার রানে পৌঁছাতে মাত্র ১১ ইনিংস সময় নিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

চতুর্থ ইনিংসে গিলক্রিস্টকে পিছনে ফেলেছেন রিশাভ পান্তঃ
টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে ছোট্ট ক্যারিয়ারের ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের চেয়ে বেশি রান করে ভারতের তরুণ উইকেটরক্ষক রিশাভ পান্ত।