ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত, এতটাই দুর্দান্ত যে গত কিছুদিন পান্তেই ডুবে ছিল ক্রিকেট বিশ্ব। তবে এতকিছুর মাঝেও একজন তার উপর মোটেও খুশি নন, সেটা অবশ্য ব্যাটিংয়ের কারণে নয়।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং দিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন পান্ত, তবে তার সবার আগে পরিচয় উইকেটরক্ষক। শুধু বল ধারাটাই তার শেষ কাজ নয়, লেগ-বিফোর কিংবা কটে তার থাকে গুরুত্বপূর্ণ ভূমিকাও। কিন্তু সেই কাজটাই না-কি ভালোমতো করতে পারছেন না, যার কারণে হতাশ অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন বলেন,
“ইংল্যান্ড সিরিজের আগে ডিআরএস নিয়ে আমার নেয়া সিদ্ধান্তগুলো খুবই ভালো ছিল। আপনি যখন এই ধরনের সিদ্ধান্ত নিবেন, তখন উইকেটরক্ষকের উপর আপনাকে অনেকাংশে নির্ভর করতে হবে। বল লাইনে পড়েছে কি না, তা উল্লেখ করে যুক্তিসহ প্রশ্ন করেছি। এসব ব্যাপারে উইকেটরক্ষকের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রিশাভ আমাকে বেশকিছু সময় হতাশ করেছে।”
এসব নিয়ে কোচ ও পান্তের সাথে আলোচনার কথাও জানিয়েছেন অশ্বিন, “আমি এটা নিয়ে কথা বলেছি, জানিয়েছি আমাদের এই বিষয়ে আলোচনা করা উচিৎ। কারণ রবি ভাই (রবি শাস্ত্রী) ডিআরএস নিয়ে নেয়া আমার বেশকিছু সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ জানিয়েছে। তাই কোন ধরনের উন্নতি যদি করতেই হয় তাহলে আগামী সিরিজে আমি আরও ভালো ডিআরএস সিদ্ধান্ত নেব।”
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩-১ ব্যবধানে সিরিজও জিতেছে ভারত, তবে সিরিজে ভারতের নেওয়া ডিআরএসের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় সমালোচনার।