পাকিস্তান সুপার লিগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ২ জন। আক্রান্তদের এরই মধ্যে আলাদা করে ফেলা হয়েছে, তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
নতুন করে ৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আক্রান্ত হওয়াদের পরিচয় প্রকাশ করা না হলেও ৩ জনের মধ্যে দুজন বিদেশি ক্রিকেটার বলে জানিয়েছে পিসিবি। বাঁকি আক্রান্ত হওয়া ব্যক্তি কোন ক্রিকেটার নন, তিনি একটা দলের সাপোর্ট স্টাফ।
২৪ ঘন্টার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ার পর জরুরি সভা ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ফ্রাঞ্চাইজিদের প্রতিনিধিরা, যেখানে জৈব সুরক্ষিত প্রটোকল আরও কঠোর ভাবে মেনে চলার বিষয়ে আলোচনা হবে।
এর আগে গতকাল করোনায় আক্রান্ত হন ইসলামাবাদ ইউনাইটেডের অস্ট্রেলিয়ান লেগস্পিনার ফাওয়াদ আহমেদ, ম্যাচ শুরুর আগ মুহুর্তে করোনা পজিটিভ আসায় ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়। আবার নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট কমিটির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিবে বলাই যায়।