টুর্নামেন্ট চলাকালীন করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভেস্তে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। হঠাত লিগটি বন্ধ হয়ে যাওয়ায় পিসিবির পেশাদারিত্বের অভাব দেখছেন শহীদ আফ্রিদি।
দুদিন আগে আফ্রিদির আগে পিএসএল কর্তৃপক্ষকে ধুয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তার ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, যাদের পাড়ার টুর্নামেন্ট আয়োজন করার সক্ষমতা নেই তারা আয়োজন করে পিএসএল।
এবার শোয়েবের পিএসএলের সমালোচনা করলেন আফ্রিদি। পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পিছনে কতৃপক্ষের দূরদর্শিতার অভাব দেখছেন তিনি। লাহোরো এক গণমাধ্যমকে আফ্রিদি বলেন, “পিএসএল পাকিস্তান ক্রিকেটের অনেক বড় একটা পরিচয় বহন করে। সেই টুর্নামেন্টটা আয়োজনের আগে কোন বিকল্প পরিকল্পনা আলোচনা করে রাখেনি পিসিবি, ব্যাপারটা অনেক দুঃখজনক লেগেছে।”
যখন থেকে করোনা আক্রান্ত খেলোয়াড় পাওয়া গেছে তারও ৫ দিন পরে এসে টুর্নামেন্ট স্থগিত করেছে পিসিবি। অথচ এই ৫ দিনে বিকল্প রাস্তা খুঁজে বের করতো পারতো পিসিবি উল্লেখ করে আফ্রিদি আরও বলেন, “যখন খেলোয়াড়দের মধ্যে করোনা সংক্রমণ হচ্ছিল তখনো পিসিবি বিকল্প কোনও ব্যবস্থা নেয়নি। আর এ জিনিসটি আমাকে অবাক করেছে। পিএসএল স্থগিত হয়ে যাওয়াটা আদৌ পাকিস্তানের ক্রিকেটে কোনও ভালো বার্তা দিবে না।”