পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের খেলা স্থগিতের ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক ও ফ্রাঞ্চাইজি মালিকরা রীতিমতো ধুইয়ে দিচ্ছে পিসিবিকে। এবার তাদের খামখেয়ালিপনা ও ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন তুলেছে ফ্রাঞ্চাইজি মালিকরা।
৭ ক্রিকেটার স্থগিতের পর সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকে বসেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেখানে তাদের তোপের মুখে পড়ে পিসিবির কর্তারা। একের পর এক প্রশ্নের কোন উত্তরই না-কি দিতে পারেননি বোর্ড কর্তারা, পাকিস্তান ক্রিকেটের ওয়েবসাইটের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
পিএসএল কেন স্থগিত করা হলো এর মূল কারণ জৈব সুরক্ষিত প্রটোকল পুরোপুরি নিশ্চিত করতে না পারাটা সেটা এক বাক্যে মেনে নিচ্ছে বোর্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই। কিন্তু কেন এই ব্যর্থতা সেটা খুঁজতে গিয়ে বেশকিছু বিষয় উঠে এসেছে, যার কোন উত্তর দিতে পারেনি পিসিবি। জৈব সুরক্ষিত প্রটোকলে টাকা খরচ না করে তুরস্কে গান বানানো নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রাঞ্চাইজি গুলো।
সেই সাথে ক্রিকেটারদের হোটেলে কিভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো সেটা নিয়ে প্রশ্ন তুলে এক ফ্রাঞ্চাইজি মালিক বলেন, “একটা গানের পেছনে অযথা টাকা ওড়ানো হয়েছে, তুরস্কে গিয়ে গানের ভিডিওর শুটিং করা হলো সেটাও আমাদের না জানিয়েই। অথচ মূল কাজেই মনোযোগ দেওয়া হয়নি, দলের হোটেলে একটা বিয়ের অনুষ্ঠানও হয়েছে। অথচ কর্মকর্তারা এসব দিকে ফিরেও দেখেননি।”
টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ফি’র নামে যে টাকা নেওয়া হয়েছে সেটাও ফেরত চেয়েছে ফ্রাঞ্চাইজি মালিকরা, তবে পিসিবি তাতে কান দেননি বলেই প্রতিবেদনে জানানো হয়েছে। এসব অভিযোগ মেনে নিলেও ফ্রাঞ্চাইজিদেরও দায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, শেষ পর্যন্ত কোন পথে যায় এই বিতর্ক সেটাই দেখার বিষয়।