সিরিজের প্রথম টেস্ট ইংল্যান্ড জেতার পর পিচ নিয়ে তেমন কোনও কথা হয়নি। ভারতের পরিকল্পনায় প্রথম দিকে স্পোর্টিং উইকেট থাকলেও বাজে ভাবে ম্যাচ হারের পর প্ল্যান-এ থেকে সরে আসে ভারত। ২য় টেস্টেই স্পিনিং উইকেট বানিয়ে জয়ের ধারায় ফিরেছে স্বাগতিকরা।
ভারত চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টেস্ট জেতার পর থেকেই শুরু হয় উইকেট নিয়ে সমালোনা। তাতে গা ভাসিয়েছেন কতক ভারতীয়রাও। মাইকেল ভন, মাইকেল আথারটন, মার্ক ওয়াহর মত ক্রিকেট বিশ্লেষকরাও ভারতের বাইশ গজ নিয়ে সোশ্যাল সাইটে লাগাতার কটাক্ষ করে যাচ্ছেন।
Covering for the straight one !!! 😜 https://t.co/HqJkNHJGVv
— Michael Vaughan (@MichaelVaughan) March 2, 2021
উইকেট নিয়ে কটাক্ষ করেছেন ভন
তবে এসব যেমন গায়ে মাখছে না ভারতীয় বোর্ড। তেমনে পিচ ইস্যু নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল আজিঙ্কিয়া রাহানে। জানিয়েছেন পরের টেস্টেও উইকেট স্পিন সহায়কই হবে। সেভাবেই প্রস্তুতি শুরু করেছে ভারত।
এর আগে পিচ বিতর্ক নিয়ে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন স্পিন উইকেটের পক্ষ নিয়েছিলেন। এবার পক্ষ নিলেন রাহানেও। এমনকি সমালোচনাকারীদের এক হাতও নিয়েছেন এই ব্যাটসম্যান। বিস্ফোরণ ঘটিয়েছেন স্বভাব বিরুদ্ধভাবে তিনি বলেন,
“ওদের যা ইচ্ছে হয় বলতে দিন। আমাদের কিছু আসে যায় না। আমরা যখন বিদেশে যাই তখন কি আমাদের সুবিধামত উইকেট বানানো হয়?! বিদেশের মাঠে খেলতে নামলেই আমাদের ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে কথা শুরু হয়ে যায়। কিন্তু আমরা কি ওদের কাছে ফ্ল্যাট উইকেটের আবেদন করেছি! কিংবা পিচ নিয়ে কোনওদিন অভিযোগ করেছি?! সুতরাং কে কি বললো সেটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়।”
রাহানে আরও যোগ করেছেন,
“ইংল্যান্ডে প্রথমদিনের পিচে মারাত্মক স্যাঁতস্যাঁতে ভাব থাকে। পিচে আবার বাড়তি ঘাস থাকলে বল আচমকা বাউন্স করে। কোনও বল আবার হঠাৎ গড়িয়ে যায়। সেগুলো নিশ্চয়ই আপনারাও দেখেছেন। কিন্তু আমরা কি কখনও অভিযোগ করেছি! দুটো দলকে কিন্তু একই পিচে খেলতে হবে। তাই ইংল্যান্ড ভাল খেললে ওরাও টেস্ট জিততে পারে।”