পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩১৮ রানের টার্গেট দিয়েছে ভারত। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়া এবং লোকেশ রাহুলের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে তারা।
পুনেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মাকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান। ১৬তম ওভারের প্রথম বলে ২৮ রান করে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বেন স্টোকসের শিকার হয়ে ফিরেন রোহিত। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে অধিনায়ক কোহলিকে নিয়ে ১০৫ রানের দারুণ এক জুটি গড়েন ধাওয়ান। দলীয় ১৬৯ রানে মার্ক উডের বলে ৫৬(৬০) রান করে ফিরেন কোহলি।
এরপর অল্প রানের ব্যবধানে দ্রুত আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শ্রেয়াস আয়ার মার্ক উডের শিকার হয়ে এবনহ শেখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া ফিরেন বেন স্টোকসের শিকার হয়ে। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শিখর ধাওয়ান। ১১ চার আর ২ ছয়ে ৯৮ রান করেন ভারতীয় ওপেনার।
২০৫ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া ভারত, লোকেশ রাহুল এবং অভিষিক্ত ক্রুনাল পান্ডিয়ার দূর্দান্ত এক জুটিতে বড় সংগ্রহ নিশ্চিত করে। ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ৬১ বলে ১১২ রান আসে এই দুইজনের ব্যাট থেকে। ইংলিশ ব্যাটসম্যানদের উপর চড়াও হয়ে অভিষেকে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড গড়েন ক্রুনাল পান্ডিয়া।
শেষ পর্যন্ত ৩১ বলে ৫৮* রানে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। তার ব্যাট থেকে আসে ৭ চার এবং ২ ছয়। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেওয়া লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৪৩ বলে ৬২* রানে। তার ইনিংসে ছিল ৪ ছয় এবং ৪ চার।