বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজারের পদ নিয়ে বরাবরই সমালোচনা তৈরি হয়েছে। অধিকাংশ টুর্নামেন্ট বা ম্যাচের আগে এই একটি পদ নিয়েই সব সময় ধোঁয়াশার সৃষ্টি হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি, গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ম্যানেজার হিসেবে আমের খান দায়িত্বে থাকলেও এবার আর তাকে যে দায়িত্ব দিচ্ছে না সেটা নিশ্চিত ছিল।
আমের খানের আগে বাফুফের আরেক সদস্য ও আবাহনী লিমিটেড ঢাকার ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ছিলেন এই দায়িত্বে। তাই এক প্রকার গুঞ্জন উঠেছিল নেপাল টুর্নামেন্টে সত্যজিৎ দাস রুপুকেই আবার এই দায়িত্বে ফিরিয়ে আনা হবে কিনা?
নেপাল টুর্নামেন্টের জন্য বাফুফের জাতীয় দল কমিটি যেন এক প্রকার ম্যাজিক দেখালো। বাফুফের দুই বর্তমান সদস্য আমের খান ও সত্যজিৎ দাস রুপুকে হতাশ করে ম্যানেজার পদে নিয়োগ দিয়েছে সাবেক ম্যানেজার ও জাতীয় দলে অধিনায়ক ইকবাল হোসেনকে। এছাড়াও তিনি এর আগে চার বছর বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আগামী ১৮ই মার্চ নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দল। সম্ভাব্য ২৩শে মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং বাকি ম্যাচ গুলো হবে ২৫, ২৭ ও ২৯ মার্চ। স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও কীরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে।