স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তত্বাবধায়নে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ পোল্যান্ড, নেপাল, কেনিয়া ও শ্রীলংকা। আজ উদ্বোধনী অনুষ্টানের মধ্য দিয়ে শুরু হয়েছে মাঠের লড়াই। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও ইউরোপ থেকে আগত পোল্যান্ড।
ম্যাচের প্রথমার্ধে ২০-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পোল্যান্ড কে তেমন সুযোগ না দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও সমান দাপটে দেখায় বাংলাদেশ। আরও ২০ পয়েন্ট যোগ করে ৪০-২২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
আগামীকাল (সোমবার) নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান, যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।