দীর্ঘ ১৫ বছর পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। এত দিনের অপেক্ষার অবসান ঘটানো সে ফাইনাল না দেখেই আজ দুপুরে দেশে ফিরে আসতে হচ্ছে কাজী মোঃ সালাউদ্দিনকে। কিন্তু কি কারণে চলে আসছেন সেটাও পরিস্কার করেছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে নেপাল-বাংলাদেশ রুটে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন ফ্লাইট চালু রয়েছে। আজ সোমবার যদি তিনি দেশে না আসেন তাহলে তাকে আগামী বৃহস্পতিবার আসতে হতো।
এ বিষয়ে কাজী সালাউদ্দিন বলেন,
“আমি সচারচর বাইরে এসে এত দিন থাকি না। তবে এবার ছিলাম। ফাইনাল দেখার ইচ্ছা ছিল কিন্তু ঢাকায় অনেক কাজ পড়ে আছে তাই বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে।”
সুযোগ ছিল ফাইনাল দেখেই আসার যদি চাটার্ড বিমানের ব্যবস্থা হতো কিন্তু তা আর সম্ভব হয়নি। গত ২৩ ও ২৭ শে মার্চের দুটি ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছে কাজী মোঃ সালাউদ্দিন।
সপ্তাহে দুই দিন ফ্লাইট থাকায় আজ ফাইনাল শেষ করে আগামী বৃহস্পতিবার ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে কিন্তু যদি চ্যাম্পিয়ন হয় তবে চার্টার্ড বিমানে ৩০ বা ৩১ তারিখেই তাদেরকে দেশে ফেরার ব্যবস্থা করা হবে।