নেপিয়ারের বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডি/এল মেথড বা বৃষ্টি আইন নিয়ে ম্যাচ অফিশিয়ালদের অদ্ভুতুড়ে ও বিতর্কিত কান্ড। ক্রিকেট ইতিহাসে এই প্রথম রান তাড়া করতে নেমে ৯ বল পর জয়ের লক্ষ্য জেনেছে কোনও দল।
খোদ নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামই ম্যাচ রেফারির এমন কান্ডকে পাগলাটে বলেছেন। এক টুইটে তিনি লিখেছেন, “এটা কিভাবে সম্ভব! রান তাড়া করতে নেমেছে অথচ টার্গেট জানা নেই?? পাগলাটে ব্যাপার-স্যাপার।”
শুধু কিউই অলরাউন্ডার নন, ম্যাচ রেফারির এমন ‘পাগলাটে’ কান্ডে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে। যদিও ম্যাচ শেষে এমন ভুলের জন্য বাংলাদেশ দলের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার ও বিসিবি পরিচালক জালাল ইউনুস প্রথম আলোকে এ প্রসঙ্গে জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ওই ম্যাচ রেফারি।
“জেফ ক্রো পরে বারবার আমাদের সরি বলেছেন। ম্যাচের পরও ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।”
মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। বারবার বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিংই করতে পারেনি তারা। ১৭.৫ ওভারে ৫ উইকেট ১৭৩ রান তোলার পর আবারও বৃষ্টি হানা দিলে আর মাঠে নামা হয়নি কিউইদের।

বৃষ্টি শেষে বাংলাদেশে যখন ব্যাটিংয়ে নামে তখন ডার্ক-লুইস পদ্ধতিতে ১৬ ওভারে তাঁদের লক্ষ্য নির্ধারণ করা হয় ১৪৮ রান। কিন্তু সৌম্য-নাঈম মাঠে নামার ৯ বল পর হঠাৎ ম্যাচ থামিয়ে দেন মাঠের দুই আম্পায়ার। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো জানান আগের লক্ষ্য নির্ধারণ ভুল ছিল, বাংলাদেশকে জয়ের জন্য ১৬ ওভারে ১৪৮ নয় বরং করতে হবে ১৭১ রান।