নবম বাংলাদেশ গেমসের আগে দেশের সাঁতারুদের প্রস্তুতি নিয়ে সন্তষ্ট নন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। তবে প্রস্তুতি যেমনই হোক খেলোয়াড়েরা মূল প্রতিযোগিতায় ভালো খেলবেন বলে আশা সাইফের।
দেশের অলিম্পিকস খ্যাত বাংলাদেশ গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে আগেই। আগামী ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন ধরে হবে সাঁতার ডিসিপ্লিন। সাঁতারুদের পদকের লড়াই হবে রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে।
বাংলাদেশের সবচেয়ে বড় এই আসরে ৬৯টি দলের তিন শতাধিক সাঁতারু অংশ নেবে। সাঁতারুরা টাইমিংয়ে যদি গুরুত্ব দেয় তাহলে ফলাফল ভালো হবে বলে মত ফেডারেশনের সাধারণ সম্পাদকের।
গণমাধ্যমকে সাইফ বলেন, “আমাদের এবারের প্রস্তুতি কিছুটা কম। কারণ, করোনা পরিস্থিতি। অনেকদিন সবাই খেলার বাইরে ছিল। আমরা এগিয়েছি তবে আমাদের পাশের দেশ আরো বেশি এগিয়ে গেছে। এসএ গেমসে যারা গোল্ড পেয়েছে তারা সবাই দেশের বাইরে থাকে। সেখানেই প্রস্তুতি নিয়েছে। আমাদের সে সুযোগটা নেই।”