তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে অবস্থান করছে তামিম ইকবালের বাংলাদেশ। সেখানে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্ত একাদশ এবং তামিম ইকবাল একাদশ। চুড়ান্ত সিরিজ শুরুর আগে আরও একটি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডে গিয়ে সাত দিন গৃহ বন্দি থাকার পরে হাফ ছেড়ে বাঁচতে পেরেছে বাংলাদেশ। সেখানে চলছে কঠোর পরিশ্রম। শুধু নিউজিল্যান্ডেই না, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের এই দলটি সাফল্য পেতে করে আসছে হাঁড়ভাঙা খাটুনি। সেই বিষয়টিই মনে ধরে বাংলাদেশ দলের ট্রেইনার নিকোলাস ট্রেভর লি’র।
নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় লি বলেন, “টাইগারদের এ দলটি কঠোর পরিশ্রমী। অধিকাংশকেই দারুণ পেশাদারি হিসেবে দেখেছি। তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিকুর রহিম দুর্দান্ত উদাহরণ। তারা মুশফিককে অনুসরণ করা শুরু করেছে।”
ট্রেভর লি আরও মনে করেন, ফিট থাকা যে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জিনিসটিই ক্রিকেটাররা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। যার জন্য প্রত্যেকটি খেলোয়াড়ই ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। তিনি বলেন, “ক্রিকেটাররা বুঝতে শুরু করেছে- এ সময়ে শারীরিকভাবে ফিট থাকা কতটা গুরুত্বপূর্ণ। প্রায়ই ঠাসা সূচি থাকে। ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে থাকা প্রয়োজন।”
প্রথম দিকে খেলোয়াড়দের নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে বিষয়টি উল্লেখ করে নিক লি আরও বলেন, “বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনেক সময়ের পার্থক্য। এজন্য প্রথম সপ্তাহে অনেকেরই ঘুমের সমস্যা হয়েছে। এখন তারা মানিয়ে নিয়েছে। নিজেদের প্রস্তুত করছে।”
সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন পালা চূড়ান্ত সিরিজে মাঠে নামার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে চলতি মাসের ২০ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।