৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষোণা করেছে নিউজিল্যান্ড। এই সিরিজের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা ডেভন কনওয়ে। যার ইতোমধ্যে অভিজ্ঞতা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ খেলার।
এছাড়াও এই সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন উইল ইয়ং এবং ডারয়াল মিচেল। উইল ইয়ং এর আগে দুইটি টেস্ট ম্যাচ খেললেও ওয়ানডে দলে এবারই প্রথম তিনি। এছাড়াও ওয়ানডেতে প্রথম হলেও ডারয়াল মিচেলের অভিজ্ঞতা আছে টেস্ট-টি টোয়েন্টি খেলার।
তবে ইঞ্জুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন টম লাথাম।
ওয়ানডে সিরিজ খেলতে ক্রাইস্টচার্চের ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সউনে গেছে বাংলাদেশ দল। সেখান থেকে ৭ দিন পর যাবে প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যু ডানেডিনে। সিরিজের প্রথম ম্যাচ ২০ মার্চ।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
টম লাথাম (অধিনায়ক+কিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ডায়রাল মিচেল, জেমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়ং।