আমার কাছে স্বাধীনতা মানে ভয়শূন্য ও আপোষ-হীন হয়ে বাঁচা। মানবিক আইনের অনুশাসন মেনে আর অন্যের স্বাধীনতা খর্ব না করে সম্পূর্ণ নিজের মত বাঁচতে পারাটা আমার কাছে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও কি আমরা স্বাধীন ভাবে বাঁচতে পেয়েছি?
বছর ঘুরে আবারো এসেছে আরও একটি স্বাধীনতা দিবস। সারা দেশেই বিভিন্ন ভাবে উদযাপিত হচ্ছে এই দিনটি। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান সহ বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রেও এই দিনটি ঘটা করে পালন করছে।
বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড ঢাকার ডিফেন্ডার মাসিহ সাইঘানি। ফুটবলের টানে আফগানিস্তান ছেড়ে এসেছেন বাংলাদেশের মাটিতে। একজন আফগান মানুষ হয়েও বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভুলেননি এই ডিফেন্ডার। নিজের ফেসবুক ও ইন্সট্রাগ্রাম আইডিতে ‘বাংলায়’ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিও তে এই আফগান ফুটবলার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশে থাকতে পেরে এবং ফুটবল খেলে জীবনধারণ করতে দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন মাসিহ সাইঘানি। তাছাড়াও এদেশের মানুষের ভালবাসা পেয়ে তিনি নিজেকে গর্বিত মনে করেন। ডেইলিস্পোর্টসবিডিকে তিনি আরও জানান,
“আমি কেবল বাংলাদেশের জন্য আমার শ্রদ্ধা ও ভালবাসা দেখাতে চেয়েছি। যদিও আমি একজন আফগান মানুষ তবে এখানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এখানকার মানুষ আমাকে অনেক ভালবাসে এবং শ্রদ্ধা করে। তাই আমি বাংলাদেশের জন্য এরকম ঐতিহাসিক দিনে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছি কেনোনা এরকম সুযোগ হয়তো আর পাবো না। আমি চেষ্টা করি বাংলা ভাষা শিখতে এবং এখানকার সবার সাথে বাংলা ভাষায় কথা বলতে।”
২০১৮ সালে প্রথম বারের মত বাংলাদেশে আসেন মাসিহ সাইঘানি। আবাহনীর হয়ে এএফসি কাপে দুর্দান্ত ছিলেন এই ডিফেন্ডার। এরপর যোগ দেন ভারতের চেন্নাইন এফসিতে। বছর ঘুরে চলতি মৌসুমে আবারো আবাহনীতে ফিরে আসেন এই আফগান ফুটবলার।