ক্রিকেট মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় থেকে শুরু করে আম্পায়ারদেরও ছাড় দেননা বিরাট কোহলি। সামান্য বিষয় নিয়েও লেগে যান ভারতীয় অধিনায়ক। সিরিজের ৫ম টি-টোয়েন্টি ম্যাচে বাটলার আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন তখন দেখা যায় এগিয়ে ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে দু কথা শুনিয়ে দিচ্ছেন কোহলি।
ব্যাপারটি ভালো ঠেকেনি বাটলারেরও। এগিয়ে এসে কোহলিকেও একটা জবাব দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার আর জনি বেয়ারস্টোর কারণে তা এগোয়নি বেশি দূর। তা হঠাত কি নেয়ে বাটলারের বেধে গেল কোহলির সাথে? জানিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
#INDvENG #kohli vs #buttler verbal 🤨 pic.twitter.com/5P9JAC4DXF
— ༒𝗚𝗮𝘂𝗿𝗮𝘃༒𝐓𝐞𝐚𝐦 𝐑𝐊𝐕🎸(💙𝗠𝗜💙) (@Rkv_fan_club) March 20, 2021
আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ভার্চুয়াল কনফারেন্সে মরগান বলেন, “ঠিক কী হয়েছিল, সেটা সঠিক ভাবে জানি না। তবে এটা ঘটনা, ম্য়াচ চলাকালীন বিরাট ভীষণই আগ্রাসী মেজাজে থাকে। আবেগপ্রবণও হয়ে পড়ে। অনেক সময়েই টানটান উত্তেজনার ম্যাচে ক্রিকেটাররা তর্ক–বিতর্কে জড়িয়েই থাকে। সেটা অস্বাভাবিকও নয়। ওদের মধ্যে সে রকমই কিছু হয়েছিল বলে আমার মনে হয়।” বুঝাই যাচ্ছে মাঠের ঘটনাকে মাঠেই ছেড়ে আসার পক্ষে মরাগান। তাই আসল ঘটনা কিছুটা হলেও এড়িয়ে গেছেন এই অধিনায়ক।
উল্লেখ্য যে, ইংল্যান্ড ইনিংসের ১৩ তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন বাটলার। মাঠ ছেড়ে বাটলার বেরিয়ে যাওয়ার সময়ে তাঁকে উদ্দেশ্য করে কোহলিকে কিছু বলতে দেখা যায়। আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যাওয়ার বদলে মাঠেরে দিকে ফিরে এলে তাঁদের দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। যার পুরোটাই ধরা পড়েছে টিভি ক্যামেরায় ।