আরও একবার দারুণ শুরুর পরও আদিল রশিদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে। ফলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরির অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। সর্বশেষ ২০১৯ সালে ৪৩ ইনিংস আগে দিবারাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। এ সময়টায় ১৮টি ফিফটির দেখা পেলেও, কোনটিকেই সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি তিনি।
শুক্রবার পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ চার আর ১ ছক্কায় ৭৯ বলে ৬৬ রানে আউট হয়েছেন বিরাট কোহলি। আজ আদিল রশিদের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ধরা পড়েন তিনি।
এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বার ইংলিশ স্পিনার আদিল রশিদের বলে আউট হলেন কোহলি। এর চেয়ে বেশিবার শুধুমাত্র টিম সাউদির শিকার হিয়েছেন ভারতীয় কাপ্তান। কিউই পেসারের বলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ বার আউট হয়েছেন তিনি।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের কোহলির চেয়ে বেশি আর কোনো ব্যাটসম্যানকে এতবার আউট করেননি আদিল রশিদ। এখন পর্যন্ত কোহলিকে ৯ বার, স্টিভ স্মিথ ও স্টয়েনিসকে ৭ বার করে এবং অ্যারন ফিঞ্চকে ৬ বার সাজঘরে ফিরিয়েছেন ইংলিশ লেগস্পিনার।
একদিনের ক্রিকেটে তৃতীয়বারের মত আদিল রশিদের শিকার হয়েছেন কোহলি। লেগ স্পিনার হিসেবে সবার্ধিক পাঁচবার কোহলিকে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। এছাড়া তিনবার নিউজিল্যান্ডের ইশ সোধির বলে আউট হয়েছেন তিনি।