জার্মান বুন্দেস লিগায় প্রতিপক্ষের মাঠে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে রাতে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল। মৌসুমের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রেমেন।
শনিবার রাতে ভার্ডার ব্রেমেনকে তাদের মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখে। বায়ার্নের হয়ে গোল তিনটি করেন লেয়ন গোরেটস্কা, সের্গে জিনাব্রি ও রবার্ট লেওয়ানডস্কি। স্বাগতিক ব্রেমেনের একমাত্র গোলদাতা ছিলেন নিকলাস ফুলক্রগ।
ব্রেমেনের ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। ম্যাচের মাত্র ২২তম মিনিটে থমাস মুলারের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গোরেটস্কা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি। এবারও প্রথম গোলের যোগানদাতা থমাস মুলারের দারুণ পাস পেয়ে কাছ থেকে নিচু শটে গোল করেন ন্যাব্রি।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ভাবারিয়ানরা জালের দেখা পায় বিরতির পরও। ম্যাচের ৬৭তম জটলার মধ্যে কিছুটা ফাঁকায় গোলমুখে বল পেয়ে সহজেই তা জালে ঠেলে দেন বুন্দেস লিগার শীর্ষ গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি। চলতি আসরে এটি তার ৩২তম গোল।
এই গোলের মধ্যে দিয়ে বুন্দেস লিগায় সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবেক জার্মান ফরোয়ার্ড ক্লাউস ফিশারকে স্পর্শ করলেন লেভানদোভস্কি। দুজনের গোলসংখ্যা এখন সমান ২৬৮। এ দুজনের চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলারের। জার্মান কিংবদন্তি স্ট্রাইকার বুন্দেস লিগায় গোল করেছেন ৩৬৫টি।
৩-০ গোলে পিছিয়ে পড়া ব্রেমেন ব্যবধান কমায় নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে। ৮৫তম মিনিটে ফাঁকা জালে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ করেন ফুলক্রগ। ম্যাচের বাকিসময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরে বাভারিয়ানরা। এই নিয়ে বুন্দেস লিগায় টানা চার জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে ২৫ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হল হ্যান্সি ফ্লিকের দলের। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেইপজিগ। ২৫ ম্যাচে নবম হারের তেতো স্বাদ পাওয়া ব্রেমেন ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বাদশ স্থানে।