আহমেদাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার স্বাগতিক ভারতের বিরুদ্ধে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচে টুকটাক রেকর্ড নিয়েই আমাদের আজকের আয়োজন।
০.১ ওভারঃ ওপেনিং বোলিংয়ে আদিল রশিদ
গতকালই (শুক্রবার) প্রথমবারের মত ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে বল হাতে ইনিংসের গোড়াপত্তন করেছেন লেগস্পিনার আদিল রশিদ।
১.২ ওভারঃ আর্চারের বলে বোল্ড রাহুল
টি-টোয়েন্টিতে গতকালই (শুক্রবার) প্রথম লোকেশ রাহুলের উইকেট পেয়েছেন জোফরা আর্চার।
রাহুল বনাম আর্চার
- আইপিএল – ৫৯ বলে ৮৯ রান (০ আউট)
- আন্তর্জাতিক – ২ বলে ০ রান (১ আউট)
২.৩ ওভারঃ কোহলি ‘০’ যাত্রা অব্যাহত
৪৭৫ ইনিংসের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। সবমিলিয়ে গত ৫ ইনিংসে এটি তাঁর তৃতীয় ‘ডাক’। ইংল্যান্ডের চলমান ভারত সফরের আগে কখনই কোনও স্পিনারের বলে শূন্য রানে ফিরেননি কোহলি। অথচ ইংলিশদের চলতি সফরে ইতোমধ্যেই মঈন আলী এবং আদিল রশিদের বলে দুইবার এই তিক্ত স্বাদ পেয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ২৮বার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক। টেস্টে ১২ বার, ওয়ানডেতে ১৩ বার এবং টি-টোয়েন্টিতে ৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে কোহলি যেই বোলারদের বিরুদ্ধে শূন্য রানে ফিরেছেনঃ
- জেসন বেহরেন্ডরফ (অস্ট্রেলিয়া), গোহাটি, ২০১৭
- পিটার চেজ (আয়ারল্যান্ড), ডাবলিন, ২০১৮
- আদিল রশিদ (ইংল্যান্ড), আহমেদাবাদ, ২০২১
৪.৬ ওভারঃ উডের বলে বোল্ড ধাওয়ান
- কেএল রাহুল বোল্ড
- শিখর ধাওয়ান বোল্ড
টি-টোয়েন্টিতে এই প্রথম ঘরের মাঠে ভারতের দুই ওপেনারই বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি বোল্ড আউটঃ
- ১৫ বারঃ রোহিত শর্মা
- ১৩ বারঃ শিখর ধাওয়ান *
- ১৩ বারঃ মহেন্দ্র সিং ধোনি
- ১১ বারঃ সুরেশ রায়না
- ০৭ বারঃ লোকেশ রাহুল *
- ০৬ বারঃ বিরাট কোহলি
৬.০ ওভারঃ ভারতের দ্বিতীয় বাজে পাওয়ার প্লে
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ভারতের সবনিম্ন সংগ্রহঃ
- ২১/৩ বনাম পাকিস্তান, ঢাকা, ২০১৬
- ২২/৩ বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ, ২০২১*
- ২৪/৪ বনাম অস্ট্রেলিয়া, ব্রিজটাউন, ২০১০
১৯.৩ ওভারঃ একাই লড়েছেন শ্রেয়াস আয়ার
৮ চার আর ১ ছয়ে ৪৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৬৮ রান এসেছে শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে।

ইংল্যান্ড ইনিংসের ৭.৬ ওভারঃ চাহালের বলে এলবিডব্লিউর ফাঁদে বাটলার
আন্তজার্তিক ক্রিকেটে শুক্রবার নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় স্পিনার যুযবেন্দ্র চাহাল। জশ বাটলারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আন্তজার্তিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী এখন এই লেগ স্পিনার।