আহমেদাবাদে ৫ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত, তাদের ২২৪ রানের জবাবে ১৮৮ রানেই থামে ইংলিশরা। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে দুই দলের ক্রিকেটাররাই বেশকিছু অর্জনে নাম লিখেছেন।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটি বাঁ তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন ভিরাট কোহলি, ১২ বার ৫০+ ইনিংস খেলে টপকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।
অধিনায়ক হিসেবে ৫০+ রানের ইনিংসঃ
- ভিরাট কোহলি – ১২
- কেন উইলিয়ামসন – ১১
- অ্যারন ফিঞ্চ – ১০
- ইয়ন মরগান – ৯
- ফাফ ডু প্লেসিস – ৮
ওপেনার রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ভিরাট কোহলি, তৃতীয় সর্বোচ্চ ৩২ ছক্কা মেরেছেন সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কাঃ
- রোহিত শর্মা – ৫৫
- ভিরাট কোহলি – ৫০
- যুবরাজ সিং – ৩২
ভারতীয়দের পাশাপাশি রেকর্ড গড়েছেন ইংলিশ ক্রিকেটাররাও। পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের গড়া টি-টোয়েন্টিতে দ্রুততম ১ হাজার রানের ভেঙে দিয়ে নিজের করে নিয়েছেন ডেভিড মালান। ২৬ ইনিংসে বাবর আজম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিল, মালানের লেগেছে ২৪ ইনিংস।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১ হাজার রানঃ
- ডেভিড মালান – ২৪
- বাবর আজম – ২৬
- ভিরাট কোহলি – ২৭
- অ্যারন ফিঞ্চ/লোকেশ রাহুল – ২৯
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ট-টোয়েন্টি সিরিজে ৫৫ টি ডট দিয়েছে ভারতীয় পেসার ভুবেনেশ্বর কুমার, তার চেয়ে ১ টি কম ডট দিয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার।
সিরিজে সর্বোচ্চ ডটঃ
- ভুবেনেশ্বর কুমার – ৫৫
- জোফরা আর্চার – ৫৪
- মার্ক উড – ৪৩
- আদিল রশিদ – ৪৩
- শার্দুল ঠাকুর – ৩৯