সকল অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে টোকিও অলিম্পিক গেমস ২০২১ যাত্রার। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অলিম্পিকের যাত্রা। মশাল র্যালির মধ্য সূচনা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের।
অলিম্পিকের জরুরি এক মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আসরের আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো। জানা গেছে এই র্যালিতে অংশ নিবে ১০ হাজার রানার। ১২১ দিনে পুরো জাপান প্রদক্ষিণ করে মশাল যাত্রা শেষ হবে টোকিওতে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার (২৫ মার্চ) জাপানের উত্তর ফুকুশিমা থেকে শুরু হবে এই মশাল র্যালি।
অলিম্পিক সভাপতি সাশিমোতো গণমাধ্যমকে বলেন, “আমরা আনন্দের সঙ্গে জানাতে যাচ্ছি যে অলিম্পিকের মশাল র্যালি শুরু হচ্ছে এই সপ্তাহেই। ফুকুশিমার জে ভিলেজ থেকে এই র্যালি শুরু হবে।
আমরা খুবই সাদামাটাভাবে মশাল র্যালির আয়োজন করছি। যেখানে রানাররা ছাড়া কোন দর্শক থাকবে না। করোনার সংক্রমণ এড়াতে সব রকম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছি আমরা করছি।”