খেলতে খেলতে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন রাশিয়ান আইস হকি খেলোয়াড়। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম তিমুর ফাইজুৎদিনভ।
গত শুক্রবার জুনিয়র আইস হকি লিগে তিমুর খেলছিলেন ডাইনামো সেন্ট পিটার্সবার্গের হয়ে। প্রতিপক্ষ ছিল লোকো ইয়ারোসলাভালের। এই ম্যাচেই খেলতে খেলতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি।
পরে সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালে। অনেক চেষ্টার পরেও তাকে সুস্থ করে তোলা যায়নি। ৪ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মঙ্গলবার রাতে মারা যান তিমুর ফাইজুৎদিনভ।