কাইল মায়ার্স এবং জো রুটকে ছাপিয়ে পুরুষ বিভাগে ফেব্রুয়ারির মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর নারী বিভাগে গেল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। আইসিসি ভোটিং প্যানেল এবং দর্শকদের ভোটের পর আজ মঙ্গলবার নারী এবং পুরুষ উভয় বিভাগে গেল মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পুরো ফেব্রুয়ারি জুড়ে ঘরের মাঠে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। একাধিক রেকর্ড গড়ে গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টে রান করেছেন ১৭৬ আর উইকেট নিয়েছেন ২৪টি। দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা অশ্বিন, প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
তবে জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও ব্যাটে – বলে দারুণ পারফর্মেন্স করেও সেরা ক্রিকেটারের পুরস্কার বঞ্চিত হয়েছেন ইংলিশ দলপতি জো রুট। ফর্মের তুঙ্গে থাকা রুট গেল মাসে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলা তিন টেস্টে ৩৩৩ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৬টি। চেন্নাই টেস্টে তার ম্যাচ জয়ী ২১৮ রানের ইনিংসে জয় পেয়েছিলো সফরকারীরা। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে বোলিংয়ে এসে ডানহাতি অফস্পিনে মাত্র ৮ রানেই উইকেট নিয়েছেন ৫টি।
এছাড়া সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইল মায়ার্স গেল মাসে অভিষেক টেস্টেই এশিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ে হয়েছিলেন ম্যাচ সেরা। চতুর্থ ইনিংসে তার হার না মানা ২১০* রানের মহাকাব্যিক ইনিংসে ভর করেই রেকর্ড ৩৯৫ রান তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
নারী বিভাগে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন ২৩১ রান৷ যেখানে প্রতি ইনিংসেই পঞ্চাশর্ধ্বো রান করেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান।