একজন টেস্ট স্পেশালিষ্ট পেসার হিসেবে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মত প্রচুর পরিমান ম্যাচ খেলার সুযোগ পেলে শাহাদাতও হতে পারতেন অ্যান্ডারসন-ব্রডদের মত টেস্ট স্পেশালিষ্ট ফাস্ট বোলার।
কিন্তু কিছু কিছু বিতর্ক যার সর্বশেষ সংযোজন সতীর্থ খেলোয়াড়ের গায়ে হাত তোলা। সব মিলিয়ে ক্রিকেট থেকে শাহাদাত নিষিদ্ধ ৫ বছরের জন্য। অথচ শাহাদাত হোসেন রাজিবের জীবিকা নির্বাহের একমাত্র পথ এই ক্রিকেট। এই ২২ গজ তাকে যেমনি দিয়েছিল যশ-খ্যাতি তেমনি এই ২২ গজ থেকে নিষিদ্ধ শাহাদত এখন ভুগছেন নানান অভাব অনটনে।
এমনকি মায়ের চিকিৎসার জন্যও নেই যথেষ্ট পরিমাণ টাকা। অন্তত মায়ের চিকিৎসা এবং মায়ের শেষ ইচ্ছা শাহাদাতকে আবার ক্রিকেট খেলায় দেখবেন, সে আশা পুরনের জন্য হলেও আরও একবার ক্রিকেটে ফিরতে চান তিনি।
সময় নিউজকে শাহাদাত বলেন,
“আমার এখন একটাই চাওয়া, আমি ক্রিকেটে ফিরতে চাই। আমি আর বেশি দিন হয়তো খেলতে পারবো না। এখন যদি আমার বয়স ৩৬ হয়ে থাকে তাহলে আর ৪ বা ৫ বছর খেলতে পারবো। আম্মুর অবস্থা খুবই খারাপ, এ জন্যও খেলতে চাই। এখন আমি অনেক ফিট আছি, পেস আগের মতোই আছে। বোর্ড যদি আমাকে অনুমতি দেয় তাহলে আবার আগের মতো মাঠে ফিরতে পারবো।”
চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে এ ক্রিকেটার আরও বলেন,
“আমার এক ভাই জার্মানি থাকে ও সেখান থেকে হেল্প করছে। আর আমার একটি গাড়ি ছিল, আম্মুর চিকিৎসার জন্য সেটি বিক্রি করে দিয়েছি। বিসিবি যদি আমাকে আবার সুযোগ দেয় তাহলে আমি মায়ের পাশে দাঁড়াতে পারবো। আমার তো আর কোনও পেশা নাই। দুই বছর বসে থাকার কারণে কষ্ট বাড়ছে। বিসিবি, কোয়াবের কাছে ক্ষমা চেয়েছি। ইনশাআল্লাহ, উনারা বিষয়টি বিবেচনা করে একটি ব্যবস্থা করবে।”