।। রেকর্ড কর্নার ।।
গেল জুলাইয়ে বয়সটা ৩৮ বছরে ছুঁয়েছে। কিন্তু বোলিংয়ে সেই চিরচেনা ধার মোটেই কমেনি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। আন্তজার্তিক ক্রিকেটে শুক্রবার ৯০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন ডানহাতি পেসার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ষষ্ঠ বোলার এবং তৃতীয় পেসার হিসেবে ৯০০ উইকেট শিকারের রাজকীয় ক্লাবে যোগ দিলেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৫০৭ ইনিংসে ৯০০ উইকেট অর্জনের কীর্তি গড়েছেন অ্যান্ডারসন।
আহমেদাবাদে সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে অজিঙ্কা রাহানেকে আউট করে এই কীর্তি গড়েন ইংলিশ পেসার। এর আগে প্রথমদিনের প্রথম ওভারেই শুভমান গিলকে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন তিনি।
এখন পর্যন্ত এই টেস্টে ১২ ওভার বল করে মাত্র ৭ রান খরচে ২ উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন। যেখানে ৯টি ওভারই ছিল মেইডেন।
ইংল্যান্ডের জার্সি গায়ে ১৬০ টেস্ট, ১৯৪ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬১৩*, ২৬৯ এবং ১৮ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। যা ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
সবচেয়ে কম ইনিংসে ৯০০ আন্তর্জাতিক উইকেট পাওয়া বোলাররাঃ
- ৩৮৬ ইনিংস: মুত্তিয়া মুরালিধরন
- ৪২৭ ইনিংস: শেন ওয়ার্ন
- ৪৭৫ ইনিংস: অনিল কুম্বলে
- ৪৬৮ ইনিংস: গ্লেন ম্যাকগ্রা
- ৫০৭ ইনিংস: জেমস অ্যান্ডারসন*
- ৫২৫ ইনিংস: ওয়াসিম আকরাম
*এখনও খেলছেন।