আগামী জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। সামনের মৌসুমেই বার্সা ছাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের।
অবশ্য বায়ার্ন মিউনিখ বিপর্যয়ের পরে চলতি মৌসুমেই কাতালান ক্লাবটি ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে রিলিজ ক্লজ জটিলতায় শেষমেশ বার্সাতেই থাকতে হয় ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে।
জোর গুঞ্জন, লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। বেশকিছু ফরাসি মিডিয়া ইতিমধ্যে দাবিও করেছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে আর্জেন্টাইন অধিনায়ক নাকি ফরাসি ভাষাও শিখছেন। পিএসজিও মেসিকে টানতে বার্সেলোনার চেয়ে ভালো প্রস্তাব প্রস্তুত করছে।
গত জানুয়ারিতে এই বিষয়ে মেসির পিএসজির স্বদেশী ফুটবলার লেয়নার্দো প্যারাদেসের কাছে জানতে চাওয়া হলে আর্জেন্টাইন মিডফিল্ডার জানান যে মেসিকে দলে টানতে ক্লাবের পক্ষে থেকে বুঝানো হচ্ছে। এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি বার্সেলোনা। কাতালান ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যানও সংবাদ সম্মেলনে এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি একটি ফরাসি সাপ্তাহিকীকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে ফের প্রশ্নের মুখে পড়েন প্যারাদেস। তবে এবার তিনি বিষয়টি এড়িয়ে গেছেন ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিধিনিষেধ থাকার কারণে।
প্যারাদেস জানিয়েছেন, “পিএসজি আমাকে এসব নিয়ে কথা বলতে না করেছে। আমার যে বক্তব্য ছিল সেটা অনেক মানুষেরই পছন্দ হয়নি। অনেকেই মনে করছে আমার বক্তব্য বার্সার প্রতি অসম্মানজনক ছিল।”
“এটা এখন আমার বিষয় নয়। এটা মেসির বিষয় এবং সে সিদ্ধান্ত নিবে মৌসুম শেষে সে কোথায় যেতে চায়।”