মুহূর্তটা এখনও সবার চোখে লেগে আছে। গেল বছর নভেম্বরে ওসাসুনা বক্সের বাইরে বল পেয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটানো শুরু করলেন। কাটানো শেষে বক্সের একদম কাছে এসেই নিলেন শট। বল গোলরক্ষকের বাঁ দিক দিয়ে আশ্রয় নিল একদম কোণায়। সে গোল করেই ছুট মেসির। প্রথমেই বার্সেলোনার জার্সিটা খুলে নিলেন। সে জার্সির নিচেই ছিল নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি।
নিজের শৈশবের ক্লাবের ১০ নম্বর জার্সিটা গায়ে চাপিয়ে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি। জার্সি খোলায় নিয়ম লঙ্ঘনের দায়ে হলুদ কার্ড দেখানো হয়েছিল তাঁকে। পরে এভাবে অন্য একটি ক্লাবের জার্সি দেখানোয় জরিমানা গুনতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। নিজের ইচ্ছা পূরণ হয়েছে, সম্ভাব্য সবচেয়ে সেরা উপায়ে নিজের আইডলকে সম্মান জানাতে পেরে হাসতে হাসতেই জরিমানা দিয়েছিলেন ক্ষুদে জাদুকর।
সেদিন ক্লাবের হয়ে ‘৮৬ বিশ্বকাপের মহানায়ককে সম্মান জানাতে জরিমানা গুনতে হলেও, এবার কিন্তু মেসিদের জার্সিতেই ছিলেন প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। হ্যাঁ, ঠিকই শুনছেন- দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন জার্সিতে এবার শোভা পাচ্ছে সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার ছবি। নতুন জার্সির নকশা কিছুটা পরিবর্তন করা হলেও নীল-সাদা রঙেই তৈরি হয়েছে।
নতুন জার্সি পরেই দুই দিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল খেলতে নামে। আলবিসেলেস্তেদের ছোটদের নতুন বিশেষ জার্সির ঠিক পেছনে থাকা সংখ্যার ওপর ম্যারাডোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি যোগ করা হয়েছিল। এদিন ম্যারাডোনা ছাড়াও প্রয়াত কোচ সাবেক আলেসান্দ্রো সাবেলা এবং লিওপোল্দো জাসিন্তো লুকেকেও শ্রদ্ধা জানানো হয়। জানা গেছে, নতুন এই জার্সি পরেই ঘরের মাঠে জুনে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা খেলতে নামবে মেসিরা।