পারফিউম ব্যবহারের নানাবিধ উপকারিতা রয়েছে। পারফিউম যেমনি আপনাকে রক্ষা করে দুর্গন্ধ থেকে, তেমনি গরমে নানান জীবানুর হাত থেকেও আপনাকে দিবে বিশেষ সুরক্ষা। তবে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গন্ধ এবং শরীরের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন ধরনের পারফিউম বানিয়েছে।
আপনি যখন একজন ছেলে হয়ে মেয়েদের ডিওডরেন্ট ব্যবহার করবেন তখন কিন্তু বিষয়টা রাস্যরসের জন্ম দিবে। আআর যদি হন একজন পাবলিক ফিগার ব্যক্তিত্ব তখন তো কথাই নেই। তেমনই মেয়েদের ডিওডরেন্টই নাকি নিয়মিত ব্যাবহার করে আসছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের খেলোয়াড় বেন স্টোকস।
তবে মজার খবর হচ্ছে বেন একা নন। মেয়েদের পারফিউমের ঘ্রাণ একটু স্পেশাল হবার কারণে পুরো দলই মেয়েদেরটা ব্যবহার করে আসছেন।
টকসস্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস বলেন, “এটার সুগন্ধ বেশি ভালো লাগে। শুধু আমি একাই এটা ব্যবহার করি না।” এসময় অনুষ্ঠানের উপস্থাপিকা জানতে চান, আর কারা এই মেয়েদের ডিওডরেন্ট ব্যবহার করে? জবাবে স্টোকস হাসতে হাসতে বলেন, “আমাদের পুরো দলই।”