গত ৬ই মার্চ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্য পরিচালনা পরিষদের নির্বাচন। যেখানে পরিচালক পদে প্রার্থী হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদি। তবে ভোটের লড়াইয়ে সবাইকে হতাশ করে সেরা ১৬ তে জায়গা করে নিতে পারেননি এই সাবেক ফুটবলার ও খুলনা-৪ আসনের এমপি। তবে মোহামেডানের নির্বাচনে এই হার সালাম মুর্শেদির জন্য এক প্রকার আর্শীবাদ’ই মনে করেন তিনি। কেননা তার জন্য এক সঙ্গে এত গুলা পদে জড়িত থাকাও কঠিন বিষয়। এ বিষয়ে গতকাল তিনি জানান,
” আমি বাফুফে ও বিজেএমএ’তে বিভিন্ন পদে দায়িত্বরত আছি। এই মুহূর্তে বাফুফের দুটি বিভাগের চেয়ারম্যান আমি। এছাড়া বিজেএমএ’র আসন্ন নির্বাচনে সন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি প্রাইম ব্যাংক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলোজিতে জড়িত রয়েছি।”
এত গুলা পদে দায়িত্বরত থাকার কারণে মোহামেডানের সাথে যথাযথ কাজ করা তার পক্ষে সম্ভব ছিল না । তিনি মনে করেন, যদি সম্পৃক্ততা তৈরি হতোই তবে সেটা শুধু নাম মাত্র সম্পৃক্ততা হতো। তবে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সালাম মুর্শেদি বলেন,
” মোহামেডানের একজন সাবেক ফুটবলার হিসেবে আমি সব সময় ক্লাবকে সাপোর্ট করবো। যেহেতু আমি ফুটবল ফেডারেশনে আছি সেহেতু আমি মোহামেডানকে সাহায্য করবোই। আমি মনে করি নতুন কমিটির হাত ধরে মোহামেডান আবারো নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনবে।”
১২১ ভোট পেয়ে ১৮ তম স্থানে ছিলেন আব্দুস সালাম মুর্শেদি। তার নিকটতম প্রার্থী মো. মোস্তাকুর রহমান পেয়েছেন ১৪১ ভোট এবং মো. হানিফ ভুঁইয়া ১৪৪ ও জামাল রানা পেয়েছেন ১৪৪ ভোট।