ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান আইপিএলের হিরো সূর্য কুমার যাদব। নিজের প্রথম ম্যাচটা খেলার সুযোগ পেলেন সিরিজেদ চতুর্থ ম্যাচে এসে। সুযোগ পেয়েই জাত চেনাতে ভুল করলেন না এই ব্যাটসম্যান। ম্যাচ সেরা হয়েই অভিষেকটা রাঙালেন সূর্য। সূর্যের তেজেই যেন ঝলসে দিলেন ইংলিশ দূর্গকে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ব্যাট করতে নেমে প্রথম বলেউ ছক্কা মেরে রানের খাতক খুলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ৩০ বছর বয়সী তারকা ওপেনার। আর এতেই ঢুকে গেছেন রেকর্ড বইয়ের পাতায়। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সূর্য কুমার টি-২০ ক্যারিয়ার শুরু করেছেন বলে ছক্কা দিয়ে।
Bats once & right away bags the Man of the match award 😎🤙🏻#TeamIndia 🇮🇳
Onwards and upward from here on 💪🏻
2-2 & we are all set for the grand finale #INDvENG @paytm pic.twitter.com/bFHbl1IG03
— BCCI (@BCCI) March 18, 2021
শেষমেশ ৬ চার এবং ৩ ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৭ রান করে আউট হন সূর্য। অভিষেক ম্যাচেই এমন নির্ভার ব্যাটিং করার মন্ত্র কী? যাদের দলে কোহলির মত আগ্রাসী অধিনায়ক থাকে তাদের আর কী চায়? নির্ভার থাকার মন্ত্রটা যে কোহলির দেয়া।
ম্যাচ শেষে সূর্য জানালেন কোহলির দেয়া টোটকার কথা, “যেভাবে সবকিছু নিজের অনুকূলে গেল, তাতে আমি সত্যিই খুশি। আমি শুধু নিজের মধ্যে থাকার চেষ্টা করছিলাম। নিজের সঙ্গে কথা বলছিলাম। নিজে যা পারি সেটিই করার চেষ্টা করেছিলাম। মন থেকে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। বিরাট আমাকে বলে, যাও নিজেকে মেলে ধরো। আইপিএল খেলছ ভেবেই ব্যাট করো।”