সামনের মৌসুমে যেকোন উপায়ে বার্সেলোনা ফিলিপে কৌতিনহোকে বিক্রি করতে চায়। গ্রীষ্মকালীন ট্রান্সফারে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ছাড়তে যেকোন ধরনের প্রস্তাবে বসার স্বিদ্ধান্ত নিয়েছে কাতালুনিয়ান ক্লাবটি। বার্সার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা এই বিষয়ে চূড়ান্ত অনুমতিও দিয়েছেন।
ইএসপিএনকে ব্যাপারটি নিয়ে ক্লাবটির একটি সূত্র বলছে, বার্সেলোনা সামনের মৌসুমে আক্রমণের ধার আরও বাড়াতে চায়। ক্লাবটির নতুন সভাপতি সামনের মৌসুমে হ্যালান্ড কিংবা এমবাপ্পের মধ্যে যেকোন একজনকে ন্যু ক্যাম্পে উড়িয়ে আনার পরিকল্পনা করছে।
তবে, তার জন্য বড় বাধা হয়ে থাকবে লা লিগার ফাইন্যান্সিয়াল রুল। স্প্যানিশ লিগের ফাইন্যান্সিয়াল রুলে বার্সেলোনা পরবর্তী মৌসুমে আর কোন টাকা খরচ করার সুযোগ পাবে না। তাই, নতুন কোন খেলোয়াড় দলে ভেড়াতে চাইলে বেশকিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে রোনাল্ড কোম্যানের দলকে।
যদিও ডেইলি মেইল জানিয়েছে ভিন্ন কথা। ইংলিশ পত্রিকাটি বার্সার কৌতিনহোকে ছাড়ার মরিয়া হওয়ার অন্য একটি কারণও ব্যাখ্যা করেছে। পত্রিকাটির দাবী, মূলত অতিরিক্ত বোনাস ঝামেলা এড়ানোর জন্যই বার্সা ফিলিপে কৌতিনহোকে বিক্রি করতে সম্বব্য সব চেষ্টাই করছে।
ইংলিশ ক্লাব লিভারপুলের থেকে কৌতিনহোকে কেনার সময় চুক্তিতে শর্ত ছিল, যদি কৌতিনহো বার্সাতে ১০০ ম্যাচ খেলা পূর্ণ করে তাহলে লিভারপুলকে দিতে হবে ২০ মিলিয়ন ইউরো। ব্রাজিলিয়ান তারকা এখন আছে ১০০ ম্যাচ খেলার দুয়ারে।

কিন্তু, কৌতিনহো ইনজুরি আর ফর্মহীনতায় যে অবস্থায় আছে তাকে কোন দলই বেশি দাম দিয়ে কিনতে চাচ্ছে না। এমনিতেই এই ক্ষতি, তারমধ্যে আবার যদি ১০০ ম্যাচ খেলানো হয় তাহলে অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো দেয়া- সব মিলিয়ে বার্সালোনা এখন আর নতুন করে কোন ক্ষতি মেনে নিবে না।
তাই দ্রুতই কৌতিনহোকে বিক্রি করতে চায় ক্লাবটি। একই সঙ্গে বার্সার জার্সিতে আর কোন ম্যাচও তার না খেলার সম্ভাবনাই বেশি।

২০১৮ সালে নেইমারের অভাব পূরণ করতে লিভারপুল থেকে ১২২ মিলিয়নের বিনিময়ে কৌতিনহোকে ন্যু ক্যাম্পে উড়িয়ে আনে বার্সেলোনা। শুরুটা দারুণ হলেও ধীরে ধীরে পড়তে থাকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পারফরম্যান্স। বর্তমানে, বার্সেলোনার সাইডলাইনেই কাটছে কৌতিনোর সময়। কাতালান ক্লাবটির হয়ে ৯০ ম্যাচে সবমিলিয়ে ২৩ গোল ১৪টি অ্যাসিস্ট করেছেন ফিলিপে কৌতিনহো।