ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছিলো স্বাগতিক ভারত। তবে লক্ষ্নৌতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় জয়ে সমতায় ফিরেছে ভারত। ৮০* রানের হার না মানা ইনিংস খেলে স্বাগতিকদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্মৃতি মান্দানা। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।
পুরুষ – নারী মিলিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে রান তাড়ায় টানা ১০ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কীর্তি গড়েছেন স্মৃতি মান্দানা। এর ফলে ২০১৫ থেকে ২০১৭ সালে রান তাড়ায় নিউজিল্যান্ডের সুজি বেটসের করা টানা ৯ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড ভেঙে ফেলেছেন ভারতীয় ওপেনার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শেষ পর্যন্ত ৬৪ বলে ৮০* রানে অপরাজিত ছিলেন স্মৃতি। তার এই ইতিহাস গড়া ইনিংসে ছিলো ১০টি চার এবং ৩টি ছয়ের মার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা ঝুলন গোস্বামীর বোলিং তোপে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেছিলো দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। এছাড়া রাজস্বী গায়কোয়াদ ৩টি, মানসি জোশি ২টি এবং হারমানপ্রীত কর ১টি উইকেট নিয়েছেন।
জবাবে খেলতে নেমে দলীয় ২২ রানে জেমিম্মাহ রড্রিগেজের উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে স্মৃতি মান্দানা এবং পুনম রাউতের ১৩৮* রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে মাত্র ২৮.৪ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। স্মৃতি সহ ফিফটি তুলে নেন পুনম রাউতও। ৮৯ বলে ৮ চারে ৬২* রানে অপরাজিত ছিলেন তিনি।