উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০২০-২১ মৌসুমের শেষ ষোলোর ম্যাচের হিসাব-নিকাশ শেষ। শেষ আটে কারা উঠেছে সেটাও নির্ধারণ হয়ে গেছে। আজ নির্ধারিত হয়ে গেল ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে। সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত এই ড্র তে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল থেকে শীর্ষ চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে।
এবারের আসরে শেষ ষোলোয় সবচেয়ে বড় অঘটন ছিল মর্যাদার এই প্রতিযোগিতায় ইতিহাসের সেরা দুই খেলোয়াড় মেসি ও রোনালদোর বিদাত। বার্সেলোনা পিএসজির কাছে হেরে ও জুভেন্টাস পোর্তোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। ফলে প্রায় এক যুগ পর তাদের ছাড়াই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে গেলবারের দুই ফাইনালিস্ট পিএসজি ও বায়ার্ন মিউনিখ। গেলবার ফাইনালে এই বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের প্রথমবার ইউরোপসেরা হওয়ার স্বপ্ন ভেঙে যায় ফরাসি চ্যাম্পিয়নদের। এবার সুযোগ থাকবে সেই হারের বদলা নেওয়ার।
হাই ভোল্টেজ ম্যাচে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। তিন বছর আগে ঘটনাবহুল ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলকে হারিয়েই হ্যাট্রিক চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখোমুখি হতে পারে সার্জিও রামোস ও মোহাম্মদ সালাহ। তবে এবার আর রিয়াল মাদ্রিদের একাদশে থাকবেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তাছাড়া, শেষ ষোলোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে অঘটন জন্ম দেওয়া পোর্তোর মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি। আর চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্লিং হ্যালান্ডের বরুশিয়া ডর্টমুন্ড।
★চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লাইন:
• বায়ার্ন মিউনিখ – পিএসজি
• রিয়াল মাদ্রিদ – লিভারপুল
• পোর্তো – চেলসি
• ম্যানচেস্টার সিটি – বরুশিয়া ডর্টমুন্ড