উয়েফা চ্যাম্পিয়নস লিগে পোর্তোর কাছে হেরে আসর থেকে বিদায় নেওয়ার পর রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। ইউরোপের বেশকিছু গণমাধ্যম দাবি করছে, নিজের পুরোনো ক্লাবে ফিরতে চান রোনালদো। এরইমধ্যে পর্তুগিজ তারকার এজেন্ট নাকি রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে।
তবে বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন। ক্রিশ্চয়ানো রোনালদোর প্রত্যাবর্তনে রিয়াল মাদ্রিদ ব্যাপক সাহায্যে হবে জেনেও রোনালদোর বর্তমান ক্লাবের যথেষ্ঠ সম্মান রয়েছে ফরাসি কিংবদন্তির। তাই কোনকিছু নিশ্চিত না হওয়ার আগে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ।
গতকাল এলচের বিপক্ষে মাঠের নামার আগে সংবাদ সম্মেলনে উঠে আসে রোনালদোর জুভেন্টাস ছাড়ার প্রসঙ্গেও।এই বিষয়ে জিনেদিন জিদানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো? সে দলের জন্য যা করেছে, তার জন্য আমরা তাকে কতটা ভালোবাসি তা আপনি জানেন।
ক্রিশ্চিয়ানো অবিশ্বাস্য একজন প্লেয়ার, সে এখানে ইতিহাস তৈরি করেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে সে এখন জুভেন্টাস প্লেয়ার। তার ব্যাপারে কি কথা হচ্ছে তা আমি বলতে পারি না।”
জিদান আরও বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। সে জুভেন্টাস প্লেয়ার এবং আমাকে তা সম্মান করতে হবে।”
২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। লস ব্লাংকোসদের হয়ে ১০ বছরে ৪৩৮ ম্যাচে গোল করেন ক্লাব রেকর্ড ৪৫০টি। সতীর্থদের দিয়ে করান আরও ১৩২ গোল। এসময় স্প্যানিশ ক্লাবটির হয়ে পর্তুগিজ মহাতারকা ৪টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা,৩টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ সবমিলিয়ে ১৫টি শিরোপা জিতেন। ব্যক্তিগতভাবেও এসময় রোনালদো ৪টি ব্যালন ডি’অর, ৩টি ইউরোপীয়ান গোল্ডেন বুটসহ সম্ভাব্য সব পুরস্কারই জিতেছেন।