বর্তমানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে হ্যাট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি দিয়েছিলেন জুভেন্টাসে। ইতালির ক্লাবটির হয়ে টানা দুবার ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর থেকে খালি হাতে ফিরেন প্রতিযোগিতার সবচেয়ে সফল খেলোয়াড়। গেলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া করলেও, ইতালিয়ান সিরি’আ জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পেরেছিলেন।
তবে এবার সেই সম্ভাবনাও বেশ ক্ষীণ। ইতালিয়ান লিগে সর্বশেষ ম্যাচে দুর্বল বেনোভেন্তোর কাছে হেরে তুরিনোর বুড়িদের টানা নবম শিরোপা জয়ের আশা অনেকটা ফিকে হয়ে গেছে। ইতিমধ্যেই, শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে আন্দ্রে পিরলোর দলের পয়েন্ট ব্যবধান ১০ হয়ে গেছে। দলের এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই মন খারাপ ক্রিশ্চিয়ানো রোনালদোরও।

রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয় অঞ্চলের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। অনেকের মতে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে দলের সেরা তারকার ব্যর্থতার প্রভাব পর্তুগাল জাতীয় দলেও পড়তে পারে।
যদিও তা মানতে নারাজ পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিজেকে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত বলে বিশ্বাস পর্তুগিজ কোচের। মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে মাঠে নামার আগে এমন কথাই জানান পর্তুগাল কোচ। ফের্নান্দো সান্তোস বলেন,
“জাতীয় দলে ক্রিশ্চিয়ানো সবসময়ই একই লক্ষ্য, আবেগ ও ইচ্ছাশক্তি নিয়ে আসে। জাতীয় দলে সে সবসময় শতভাগ নিংড়ে দেয়। মানসিকভাবে এই মুহুর্তে সে কোনোরকম সমস্যায় আছে বলে আমি মনে করি না।”
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউটের সব ম্যাচ পর্তুগালে অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার নিজেদের মাঠেই খেলতে পারছে না রোনালদোরা। ইতালিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসের স্টোডিয়ামে দুদলের মুখোমুখি লড়াই ম্যাচটি অনুষ্ঠিত হবে।