ডানেডিনে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল, ইনিংস সর্বোচ্চ ২৭ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ২৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টকে ইনিংসের তৃতীয় বলেই দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে ভালো শুরুরই ইঙ্গিত দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, এরপর লিটন দাসকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন।
তবে পঞ্চম ওভারে তামিমের বিদায়ে ভাঙে ১৯ রানের উদ্বোধনী জুটি, নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই প্রথম ঘন্টাতেই বিপদে পড়েছে সৌম্য সরকারও শূন্য হাতে ফিরলে, দুজনকেই ফিরিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
মুশফিকুর রহিমের সাথে ২৪ রানে জুটি গড়ে আউট হয়ে যান ওপেনার লিটন দাসও, জেমস নিশামের ক্রস সিম ডেলিভারিটাকে ঠিক ভাবে সামলাতে পারেননি তিনি লিটনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ১৯ রানের ইনিংস।
শুরু থেকেই ব্যাট হাতে স্বাচ্ছন্দে ছিলেন না মুশফিকুর রহিম, তবুও চেষ্টা করে গেছেন দলকে বিপদমুক্ত করার। মোহাম্মদ মিথুনকে সাথে নিয়ে গড়েন ২৭ রানের জুটিও, তবে নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ২৩ রানেই থামে মুশফিকুর রহিমের ইনিংস।
মোহাম্মদ মিথুন ২৭ বলে ৯ রান করে রান আউটে কাটা পড়লে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, মেহেদি হাসান মিরাজও ১ রান করে আউট হলে ১০০ পেরোনোর আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল।
মাহমুদউল্লাহ রিয়াদ একাই কিছু সময় প্রতিরোধের চেষ্টা করে গেছেন, কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি মাহেদি হাসানরা। ৫৪ বল খেলে ২৭ রান করে রিয়াদের বিদায়ে শেষ আশাটুকুও নিভে যায় বাংলাদেশের, ভেঙে যায় তাসকিন আহমেদের সাথে তার ৫৩ বলে ২৭ রানের জুটি।
শেষ পর্যন্ত বাংলাদেশ ১৩১ রানেই অলআউট হয়ে যায়, তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ১০ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার পেয়েছেন ২ টি করে উইকেট।