করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। এক টুইট বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার।
তবে মৃদু উপসর্গ থাকায় নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৮ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার।
এর আগে শনিবার সকালে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের করোনা আক্রান্তের খবর জানা গেছিলো। দুজনেই রায়পুরে সদ্য সমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শেষে নিজেদের কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা করিয়েছিলেন।
টুইট বার্তায় ইউসুফ পাঠান লিখেছেন, “আজ আমার মৃদু লক্ষণ সহ কোভিড -১৯ পরীক্ষায় ইতিবাচক ফলাফল এসেছে। ইতোমধ্যেই আমি নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছি এবং প্রয়োজনীয় সকল সাবধানতা ও সুরক্ষা বিধি মেনে চলছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন খুব শীঘ্রই তাদের পরীক্ষা করান।”