দীর্ঘ চার বছর পর পাকিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা শারজিল খান। পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ছেন এই ৩১ বছর বয়সী খেলোয়াড়। ২০১৭ সালে পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া আসরে এবং পিএসএলের ষষ্ঠ আসরে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করেছেন তিনি।
স্থগিত হওয়া পিএসএলে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পরেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তিনি। সদ্য স্থগিত হয়ে যাওয়া পিএসএলে ৫ ম্যাচে ২০০ রান করেছেন বাঁহাতি ওপেনার শারজিল খান। করেছেন টুর্নামেন্টের একমাত্র শতকটিও। এমন দুর্দান্ত পারফরম্যন্সের কারণেই পাকিস্তান দলে জায়গা হয়েছে তাঁর।
কিন্তু সমস্যা বাঁধিয়েছে শারজিলের সাম্প্রতিক ওজন। বর্তমান তাঁর ওজন ১১২ কেজি। ফলে তাঁর ফিটনেস নিয়ে আপত্তি করেছেন কোচ মিসবাহ উল হক। মিসবাহ কখনই চাননি এমন ওজনদার একজন ক্রিকেটার তাঁর দলে থাকুক। কথা উঠেছিল অধিনায়ক বাবর আজমও তাঁর দলে এমন ফিটনেস বিহীন খেলোয়াড় রাখতে চান না। যদিও বাবর নিজে বলছেন ভিন্ন কথা।
শারজিলের ফিটনেস নিয়ে বাবর আজমের প্রশ্ন থাকলেও তাকে দলে নেয়ায় প্রশ্ন নেই তাঁর। তিনি আস্থা রাখছেন শারজিলের প্রতি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, “শারজিল খানিকটা মোটা তবে তার ফিটনেস বড় উদ্বেগের কারণ নয়। তিনি নিজের ফিটনেসও উন্নত করতে কাজ করছেন তবে তিনি কিন্তু শাদাব খানের মতো হয়ে উঠতে পারেন না। এছাড়াও, তিনি এখন দলে রয়েছেন, এজন্যই তাকে সমর্থন করা জরুরী। তার ফিটনেস সমস্যার কারণে, আমি কেবল তাকে টি-টোয়েন্টি দলে নেয়ার জন্য বলেছিলাম কারণ তাকে এই ফর্ম্যাটে মানিয়ে নেয়া সহজ।
শারজিল একজন ম্যাচ-উইনার খেলোয়াড়। যে কারণে আমরা তাকে নিয়েছে। একজন ওপেনারে হিসেবে সে একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দারুণ ফর্মেও আছে সে।”
পাকিস্তানের -টোয়েন্টি স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, সরফরাজ আহমেদ, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী এবং আরশাদ ইকবাল।