টেস্ট সিরিজ হারের পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে সফরকারী ইংল্যান্ড। এদিকে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে এক্সপ্রেস ফাস্ট বোলার জোফরা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। তাকে যে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আগেই ইংগিত দিয়ে রেখেছিলেন ইয়ন মরগান।
আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইসিবি। যাতে আর্চারের পরিবর্তে ক্রিস জর্ডানকে দলে নিয়েছে ইংল্যান্ড। এছাড়াও ইঞ্জুরির কারণে আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না এই ফাস্ট বোলার। চোট বেড়ে যাওয়ায় ভারত থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন আর্চার।
রবিবার ইসিবির এক ঘোষণায় বলা হয়েছে, “টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ চলাকালীন আর্চার কনুইয়ে চোট পেয়েছেন এবং পারফরম্যান্সের স্তর বজায় রাখা তার পক্ষে ক্রমশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং ওয়ানডে সিরিজের জন্য তাকে অযোগ্য মনে করা হয়েছে।
ইসিবি মেডিকেল দল তাকে নিয়ে বসবে এবং জোফার সাথে মিলে একটি চিকিত্সার পরিকল্পনা এবং যথাযথ সময়ে মাঠে ফেরার বিষয়ে পরিকল্পনা করবে। ফলস্বরূপ, জোফরা এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচগুলো মিস করবেন।”
২৩, ২৬, ২৮ মার্চ অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানপডে সিরিজ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ ইয়ন মরগান (মিডলসেক্স) (অধিনায়ক), মঈন আলী (ওরচেস্টারশায়ার), জনি বেয়ারস্টো (ইয়র্কশায়ার), স্যাম বিলিংস (কেন্ট), জস বাটলার (ল্যাঙ্কাশায়ার), স্যাম কারেন (সারে), টম কারেন (সারে), লিয়াম লিভিংস্টোন (ল্যাঙ্কাশায়ার) , ম্যাট পার্কিনসন (ল্যাঙ্কাশায়ার), আদিল রশিদ (ইয়র্কশায়ার), জেসন রয় (সারে), বেন স্টোকস (ডুরহাম), রিস টপলি (সারে), মার্ক উড (ডরহম)।
স্ট্যান্ড বাই: জ্যাক বল (নটিংহামশায়ার), ক্রিস জর্ডান (সাসেক্স), দাউদ মালান (ইয়র্কশায়ার)।