কদিন আগেই মাঠের বাইরের নাসির হোসেন ছিলেন বিতর্কিত শিরোনামে। দুই সপ্তাহ পার হতে না হতেই নাসির ব্যাট হাতে শতক হাঁকিয়ে কিছুটা হলেও ঢেকে দিলেন পূর্বের সব বিতর্ককে। ঢাকা ডিভিশনের বিপক্ষে নাসির হাঁকিয়েছেন কঠিন চাপের মুহুর্তে দুর্দান্ত শতক।
জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগেই নাসির ঘোষণা দিয়ে রেখেছিলেন এবারের এনসিএলে ৮০০ বা ১ হাজার রান করতে চান। তখন দীর্ঘদিন বাদে নাসিরের কথা কেউ ততটা গ্রাহ্য না করলেও শতক করে নাসির প্রমাণ দিলেন এখনও ক্রিকেটই তাঁর সব। খেলার প্রতি একটুও কমেনি তাঁর ভালোবাসা। কদিন আগে ফিটনেস টেস্টেও করেছিলেন নজর কাড়া স্কোর। সবমিলে বিয়ের পর ভিন্ন নাসিরেরই দেখা মিলছে।
এর আগে রংপুর বিভাগের বিপক্ষে ৩৬৫ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ৩৬৫ রানের লক্ষ্যে নাসিরের রংপুর অল আউট হয়েছে ২৩০ রানে। ২৫১ বল খেলে শেষ পর্যন্ত নাসির আউট ১১৬ রানে।