তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টস জয় অনেকখানিই এগিয়ে রাখে জয়ের দিকে। ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতে এসেছে বাংলাদেশ, বদলেছে অধিনায়ক। তামিমের পরিবর্তে দায়িত্ব উঠেছে মাহমুদউল্লাহর কাধে, কিন্তু টস ভাগ্য বদলায়নি বাংলাদেশ।
তবে ম্যাচ জয়ের পাশাপাশি টস জয়ের ধারাও চালু রেখেছে স্বাগতিকরা। টম লাথামের পরিবর্তে দায়িত্ব উঠেছে টিম সাউদির হাতে কিন্তু টস ভাগ্যটা বদলায়ানি। যদিও মাহমুদউল্লাহ বলছেন টসে জিতলেও তারা বোলিং করার সিদ্ধান্তই নিতেন।
ফিট না থাকায় প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম। অর্থাৎ পঞ্চপাণ্ডবদের আছেন শুধু মাহমুদউল্লাহ। গ্লভস হাতে উইকেটের পিছনে দাড়াবেন লিটন দাস। অভিষেক হচ্ছে নাসুম আহমেদ এবং শরিফুলের। নিউজিল্যান্ডকে এখনও টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। সম্পূর্ণ নতুন একটি দল খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ফলাফলে পরিবর্তন আসে কিনা সেটিই বড় বিষয়।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস (কিপার) , মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশঃ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (কিপার), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, লকি ফার্গুসন, হামিশ বেনেট।