দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্কের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ নয়, তিনি মাত্র ৩ টি টি-টোয়েন্টি খেলছেন জাতীয় দলের হয়ে। তবে বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ ফ্রাইলিঙ্ক, বিপিএলে খেলা এই অলরাউন্ডার রীতিমতো তারকা বনে গেছিলেন।
২০০৪ সালে লিস্ট ‘এ’ ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফ্রাইলিঙ্ক, এরপর দীর্ঘ ১৭ বছরে খেলেছেন ৩৬০ টি স্বীকৃত ম্যাচ। যেখানে ৫৭৩১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫৫৮ উইকেট, তার এই পারফর্মেন্স যে কোন ক্রিকেটারের জন্য বেশ ঈর্ষণীয়ই বটে।
৩৬ পেরিয়ে যাওয়া রবি ফ্রাইলিঙ্ক বাস্তবতার কাছে নত স্বীকার করে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এক টুইট বার্তায় ফ্রাইলিঙ্ক বলেন,
“দীর্ঘদিন সতীর্থদের সাথে খেলাটা দারুণ উপভোগ করেছি, তাদের কেউ কেউ ছোট থেকে অনেক বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে। সবাইকে মনে পড়বে। আমার মনে হয় আমরা একটি পরিবারের মতো, সবাই আমার হৃদয়ে থাকবে।”
২০১৭ সালে বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করে জাতীয় দলে জায়গা করে নেন রবার্ট ফ্রাইলিঙ্ক, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ডানহাতি এই অলরাউন্ডারের। তবে ৩ টি-টোয়েন্টিতেই থমকে যায় রবি ফ্রাইলিঙ্কের আন্তর্জাতিক ক্যারিয়ার, ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।