আবুধাবিতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে আফগানিস্তান। এই ম্যাচে ২০০০ সালের পর এক টেস্টে সর্বোচ্চ বল করার রেকর্ড গড়েছেন আফগানি লেগি রশিদ খান। বল করেছেন ৯৯.২ ওভার।
প্রথম ইনিংসে ৩৬.৩ ওভারের পর ২য় ইনিংসে করেছেন ৬২.৫ ওভার। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর ২য় ইনিংসে রশিদ খানের শিকার ৭ উইকেট। শেষ পর্যন্ত রশিদ খানের বোলিং ফিগার ৯৯.২-২০-২৭৫-১১। সব মিলে রশিদ খান বল করেছেন ৫৯৬ টি।
আগের রেকর্ডটি ছিল অজি কিংবদন্তী শেন ওয়ার্নের দখলে। ২০০২ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৮ ওভার অর্থাৎ ৫৮৮ টি বল করেছিলেন তিনি। এই তালিকার তিনে আছেন আছেন মুত্তিয়া মুরালিধরন। গলে ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুরালিধরন হাত ঘুরিয়েছিলেন ৯৭ ওভার। পরের রেকর্ডটিও তার দখলে। একই প্রতিপক্ষের সাথে ২ বছর বাদে ৯৬ ওভার বল করেছিলেন এই কিংবদন্তী।
এর পরেই আছেন নাথান লায়ন। ২০১২ সালে অ্যাডিলেডে ৯৪ ওভার, অর্থাৎ ৫৬৪ টি বল করেছিলেন তিনি।
এক ইনিংসে সর্বোচ্চ বল করার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সনি রামাদিনের দখলে। ১৯৫৭ সালে বার্মিংহামে ইংল্যান্ডেএ বিপক্ষে একাই করেছিলেন ৯৮ ওভার।