শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, ঘটনাটা বেশকিছুদিন হয়ে গেলেও আলোচনাটা যেন কিছুতেই থামছে না। গতকাল ফেসবুক লাইভে ছুটি চেয়ে বোর্ডের কাছে পাঠানো চিঠির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবী করেন সাকিব আল হাসান।
সাকিবের মূল অভিযোগ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকেই, কারণ সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে বেশ কয়েকবার সাকিব টেস্ট খেলতে চান না বলে মন্তব্য করেছেন। সাকিবের এই অভিযোগের বিষয়ে বোর্ড কিংবা অভিযুক্ত আকরাম খানের প্রতিক্রিয়া কি সেটা অবশ্য এখনই জানা যাচ্ছে না।
কারণ প্রতিক্রিয়া জানানোর আগে বোর্ড সভাপতির সাথে আলোচনার কথা জানিয়েছেন আকরাম খান। ডেইলিস্পোর্টসবিডিকে তিনি বলেন, “এই বিষয়ে আমি এখনই কথা বলছি না, আমরা এই ইস্যু নিয়ে বোর্ড সভাপতির সাথে মিটিংয়ে বসবো তারপর এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবো।”
গতকাল ক্রিকফ্রেঞ্চির লাইভে সাকিব বলেন, “আমার ধারণা আমি যে চিঠিটা দিয়েছি সেটা আকরাম ভাই ঠিক মতো পড়েনইনি। বারবার যে আকরাম ভাই বলছেন যে আমি টেস্ট খেলতে চাই না, আমার দেয়া চিঠিতে এমনটা কোথাও লিখিনি। আমি টেস্টের কথা বলিনি। আমি চিঠিতে লিখেছি যে আমি এই সময়ে আইপিএল খেলতে চাই। সেসময় টেস্ট না থেকে অন্যকিছুও থাকতে পারতো।”
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজ, একই সময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবেন সাকিব আল হাসান।