নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল খাবি খাচ্ছে, তবে সেই ব্যর্থতাকে আড়াল করে দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে উত্তপ্ত করে রেখেছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজার সাম্প্রতিক ইস্যুতে করা বেশকিছু মন্তব্য।
এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছুই বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মুখে কুলুপ এঁটে আছেন বোর্ড পরিচালকেরাও। তবে পুরোপুরি না হলেও বিসিবি, সাকিব ও মাশরাফি ইস্যুতে কথা বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
সাকিব-মাশরাফির মন্তব্য খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন সুজন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওরা ওদের ব্যক্তিগত মতামত জানিয়েছে। আমি মনে করি, যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু না। এটা যত দ্রুত সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ঠিক করে ফেলা যায় (ততই ভালো)।
তার মতে, যে বোর্ডে নাজমুল হাসান পাপনের মতো লোক আছে, সে বোর্ডে সমস্যা থাকার কথা না। সুজন আরও বলেন, “এটা নিয়ে কথা বাড়ানো ঠিক না, গসিপ করাটাও উচিত না। যার যার মনের কথাটা হয়েছে, সত্যি-মিথ্যা কথা না। সবচেয়ে বড় কথা যে বোর্ডে পাপন ভাইয়ের মত লোক আছে, সে বোর্ডে আসলে সমস্যা থাকারই কথা না।”
এগুলোকে ছোটখাটো বিষয় উল্লেখ করে দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী সুজন, “বাংলাদেশ ক্রিকেটের খুঁটিনাটি উনি সবই জানেন, যেকোন পরিস্থিতি উনি সামাল দিতে পারেন খুব ভালো করে। পাপন ভাই এখন কোন কারণে বের হচ্ছেন না, উনি বের হলে আশা করি খুব দ্রুতই এসব ছোটখাটো বিষয় সমাধান হয়ে যাবে।”