ওয়েস্ট ইন্ডিজে সময়টা খুব বেশি ভালো কাটছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের, সফরে এখন পর্যন্ত ৩ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলে জয় পেয়েছে মোটে ১ ম্যাচে। এবার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকেও পাচ্ছে না লঙ্কানরা, সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরছেন তিনি।
সিরিজের মাঝপথে ম্যাথিউজের ফেরার কারণটা ব্যক্তিগত, এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা অভিজ্ঞ এই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে, গতকালই উইন্ডিজ ছাড়ার কথা ছিল লঙ্কান এই অলরাউন্ডারের।
নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকার অনুপস্থিতিতে অ্যাঞ্জেলো ম্যাথিউজের নেতৃত্বেই ২০ ওভারের সিরিজটি খেলে শ্রীলঙ্কা ক্রিকেট দল, তবে দলকে তিনি সিরিজ জেতাতে পারেননি। ব্যাট হাতেও সিরিজটি ভালো কাটেনি ম্যাথিউজের, ৩ ম্যাচে করেন ২৯ রান; সর্বোচ্চ ১৩ রান।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে কিছুই করতে পারেননি ম্যাথিউজ, ঘটনা বহুল ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫ রানের ইনিংস। শ্রীলঙ্কা ম্যাচটি হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে, সিরিজে এখনও দুই ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ বাঁকি আছে।