জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন সাবেক টাইগার তারকা নাসির হোসেন৷ ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর বিভাগের হয়ে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরির পর বল হাতেও ৪ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।
বিকেএসপিতে প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল ঢাকা বিভাগ। জবাবে প্রথম ইনিংসে ২৩০ রানে গুটিয়ে যায় রংপুর বিভাগ। যেখানে এক নাসিরের ব্যাট থেকেই এসেছে ১১৫ রান। ২৫২ বলের অনবদ্য এই ইনিংসে ১১টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকিয়েছেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম শতক।
প্রথম ইনিংসে ১৩৫ রানের বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে সুবিধা করতে পারেনি ঢাকা বিভাগ। নাসির হোসেন এবং সোহরাওয়ার্দী শুভর ঘূর্নিতে মাত্র ১২৮ রানেই থেমেছে তাদের ইনিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান এসেছে আরাফাত সানি জুনিয়রের ব্যাট থেকে।
৯.৫ ওভার হাত ঘুরিয়ে ১ মেইডেন সহ মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন নাসির। নাসিরের ডানহাতি অফ স্পিনে প্যাভিলিয়নে ফিরেছেন শুভাগত হোম, নাদিফ চৌধুরী, সুমন ইসলাম ও সালাউদ্দিন শাকিল।
এছাড়া ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন সোহরাওয়ার্দী শুভ। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও জয়ের জন্য রংপুর বিভাগের লক্ষ্যে দাঁড়িয়েছে ২৬৩ রান।